ভালোবাসা দিবসে প্রিয়জন কে চকলেট উপহার

ভালোবাসা দিবসে প্রিয়জন কে চকলেট উপহার দিতে অনেকেই ভালোবাসেন। একটি চকলেট উপহার দিয়ে প্রিয়জনকে ভালোবাসা দিবসে স্পেশাল অনুভূতি দেওয়া সম্ভব। চকলেট হলো একটি স্বাদমতো এবং রুচিশিল খাদ্যজনিত উপহার যা আমরা সবসময় পছন্দ করি। এটি আপনার প্রিয়জনকে আনন্দ এবং প্রেমের সন্ধান দেওয়ার জন্য একটি সম্মানজনক উপহার হিসাবে কাজ করতে পারে।

উপহার দেওয়ার আরও কিছু উপকারিতা হতে পারে, যেমন এর মধ্যে থাকা ফেনিল কে এন্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং স্বাস্থ্যের উপকারিতা উপভোগ করতে পারেন। এছাড়াও চকলেট একটি রোমান্টিক উপহার হিসাবে পরিচিত এবং ব্যক্তিগত হয়ে ওঠে, তাই এটি আপনার ভালোবাসার প্রকাশ করতে একটি সুবিধাজনক উপায় হতে পারে।

ভালোবাসা দিবসে উপহার গুলোকে আরো বেশি আকর্ষণীয় করতে চকলেট তৈরির কোম্পানিগুলো কিছুদিন আগে থেকেই নানা রকম বিশেষ চকলেট তৈরিতে ব্যস্ত থাকে। নিউইয়র্ক সিটিতে লিলেক চকলেটের ড্রেপিং চকলেট ডোবানো হার্ডশিপ মার্ষমেলো খুবই আকর্ষণীয়। এগুলো খেতেও খুব মজাদার। ভালোবাসা দিবসে উপহার দেয়ার জন্যও বেশ উপযোগী।

তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে লিলেক চকলেট কোম্পানি খুবই ব্যস্ততম সময় পার করে। ভালোবাসা দিবসের তিনদিন আগে থেকেই চকলেট কোম্পানির কর্মচারীরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। চকলেট হাট সাজাতে কিংবা চকলেটে চেরি ডুবিয়ে দিতে এবং ট্রফি ফিলিং তৈরিতে।

চকলেট বানানো শেষ হলে কোম্পানির পরিবেশকরা তা দূর দূরান্তে পৌঁছে দিতে ও ক্লান্তি বোধ করেন না। তারা অনলাইনে কিংবা বিভিন্ন খুচরা ও পাইকারি দোকানের চকলেট গুলো ছড়িয়ে দেয়ার দায়িত্ব পালন করে। বিশেষ দিনে কাজের ব্যস্ততায় একটু বিশেষ রকমই থাকে। লিলেক চকলেট কোম্পানিটি ১৯৩০ সাল থেকে চকলেট তৈরি করে আসছে। আগামী বছরের শততম বার্ষিকী উদযাপন করবে গুণগত মানের কারণে লিলাক শ্রেষ্ঠত্বের স্থান দখল করেছে নিউইয়র্ক এ। অল্ড স্কুল চকলেট নামেও লিলেক বেশ পরিচিত। ১৯২০এর দশকে কোম্পানিটি একটি সিক্রেট রেসিপি ব্যবহার করে তার চকলেট তৈরির যাত্রা শুরু করে। করোনা মহামারী চলাকালীন কোম্পানিটি তার অনলাইন ব্যবসা গড়ে তুলেছেন।

    সবারআগে বাংলা অনলাইন নিউজ পেতে Google News ফিড ফলো করুন 

ইদানিং কালে দোকানে বিক্রি আবার বৃদ্ধি পাচ্ছে কারণ পর্যটক এবং অফিস কর্মীরা ধীরে ধীরে ম্যানহাটনে ফিরে আসছে। এবার ভালোবাসা দিবসে গতবারের ক্ষতি পুষিয়ে উঠার স্বপ্ন দেখছে কোম্পানিটি।

আরও পড়ুন-

মতামত শেয়ার করুন